আনবিক সংকেত কাকে বলে?
কোনো একটি মৌল বা যৌগে বিদ্যমান মৌলগুলোর পরমাণু সংখ্যা ও
প্রতীক যে সংকেতের মাধ্যমে প্রকাশ পায়, তাকে আনবিক সংকেত বলে।
আনবিক সংকেতের উদাহারন
আমরা সবাই পানি পান করি। এই পানির
আনবিক সংকেত হচ্ছে H2O । এই আনবিক সংকেত দ্বারা বুঝা যায় যে, পানিতে ২ টি
হাইড্রোজেন পরমাণু এবং ১ টি অক্সিজেন পরমাণু আছে। তাছাড়া, পানির আনবিক সংকেত তৈরিতে
হাইড্রোজেনের প্রতীক H এবং অক্সিজেনের প্রতীক O দিয়ে প্রকাশ করা হয়েছে। একইভাবে, চিনির
আনবিক সংকেত C6H12O6 দ্বারা বুঝায় যে, চিনিতে ৬
টি কার্বন, ১২ টি হাইড্রোজেন এবং ৬ অক্সিজেন পরমাণু আছে।
ক্লোরোপিকরিন এর আনবিক সংকেত হচ্ছে CCl3NO2
কাঁচ বা গ্লাসের আনবিক সংকেত হচ্ছে SiO2
আনবিক সংকেত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল
- আনবিক সংকেত হচ্ছে একটি মৌল বা যৌগের প্রত্যেকটি মৌলের পরমাণুর সংখ্যা প্রকাশক।
- মৌল বা যৌগের পরমাণু সংখ্যা ঐ মৌল বা যৌগের আনবিক সংকেত দ্বারা প্রকাশ ঘটে।
- আনবিক সংকেতের অপর নাম হচ্ছে রাসায়নিক সংকেত।
- আনবিক সংকেত দিয়ে একটি মৌল বা যৌগের রাসায়নিক সংকেত বুঝা যায়। মৌল বা যৌগের গঠন জানার জন্য ঐ মৌল বা যৌগের গাঠনিক সংকেত জানতে হবে।
- রাসায়নিক বিক্রিয়ায় আনবিক সংকেত ব্যবহার করা যায়।
0 মন্তব্যসমূহ