আনবিক সংকেত কাকে বলে ? উদাহারনসহ ব্যাখ্যা

আনবিক সংকেত কাকে বলে ?

আনবিক সংকেত কাকে বলে?

কোনো একটি মৌল বা যৌগে বিদ্যমান মৌলগুলোর পরমাণু সংখ্যা ও প্রতীক যে সংকেতের মাধ্যমে প্রকাশ পায়, তাকে আনবিক সংকেত বলে। আনবিক সংকেত মৌল বা যৌগের অণুতে বিভিন্ন ধরনের মৌলের পরমাণুর সংখ্যাকে প্রতীকের সাহায্যে প্রকাশ করে।

আনবিক সংকেতের উদাহারন

আমরা সবাই পানি পান করি। এই পানির আনবিক সংকেত হচ্ছে H2O । এই আনবিক সংকেত দ্বারা বুঝা যায় যে, পানিতে ২ টি হাইড্রোজেন পরমাণু এবং ১ টি অক্সিজেন পরমাণু আছে। তাছাড়া, পানির আনবিক সংকেত তৈরিতে হাইড্রোজেনের প্রতীক H এবং অক্সিজেনের প্রতীক O দিয়ে প্রকাশ করা হয়েছে। একইভাবে, চিনির আনবিক সংকেত C6H12­O6 দ্বারা বুঝায় যে, চিনিতে ৬ টি কার্বন, ১২ টি হাইড্রোজেন এবং ৬ অক্সিজেন পরমাণু আছে।

ক্লোরোপিকরিন এর আনবিক সংকেত হচ্ছে CCl3NO2

কাঁচ বা গ্লাসের আনবিক সংকেত হচ্ছে  SiO2

আনবিক সংকেত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল

  • আনবিক সংকেত হচ্ছে একটি মৌল বা যৌগের প্রত্যেকটি মৌলের পরমাণুর সংখ্যা প্রকাশক।
  • মৌল বা যৌগের পরমাণু সংখ্যা ঐ মৌল বা যৌগের আনবিক সংকেত দ্বারা প্রকাশ ঘটে।
  • আনবিক সংকেতের অপর নাম হচ্ছে রাসায়নিক সংকেত
  • আনবিক সংকেত দিয়ে একটি মৌল বা যৌগের রাসায়নিক সংকেত বুঝা যায়। মৌল বা যৌগের গঠন জানার জন্য ঐ মৌল বা যৌগের গাঠনিক সংকেত জানতে হবে।
  • রাসায়নিক বিক্রিয়ায় আনবিক সংকেত ব্যবহার করা যায়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ