মৌলিক অধিকার কি
মৌলিক অধিকার
বলতে রাষ্ট্রপ্রদত্ত সেসব সুযোগ-সুবিধাকে বোঝায় যা ব্যতীত নাগরিকদের ব্যক্তিত্বের
বিকাশ সম্ভব নয়। মানুষের ব্যক্তিত্ব
ও মেধা বিকাশের জন্য একান্তভাবে অপরিহার্য যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক বলবৎ হয় সেইগুলোই মৌলিক অধিকার হিসেবে
স্বীকৃত। মৌলিক অধিকার (fundamental rights) ব্যতীত সভ্য জীবনযাপন করা সম্ভব
নয়। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই জনগণের
মৌলিক অধিকারসমূহ তাদের শাসনতন্ত্রে সন্নিবেশিত
থাকে । গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি হলো মৌলিক অধিকার।
মৌলিক অধিকার
হচ্ছে সেসব অধিকার যা রাষ্ট্রের সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য থাকে।
মৌলিক অধিকার থেকে কেউ বঞ্চিত হলে সে আদালতের মাধ্যমে
তার অধিকার ফেরত পেতে পারে। এক্ষেত্রে
আদালত রায়ের মাধ্যমে সরকারকে ঐসব বঞ্চিত
ব্যক্তিদের অধিকার ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারে। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত
মৌলিক অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা
দেওয়া হয়েছে।
মৌলিক অধিকার কেন প্রয়োজন
মানুষ হিসেবে
বেঁচে থাকা এবং সুস্থ, সুন্দর জীবন পরিচালনার জন্য মৌলিক অধিকার প্রয়োজন।
যেসব অধিকার পূরণ ব্যতীত মানুষের বেঁচে থাকা অসম্ভব
হয়ে পড়ে তাই মৌলিক অধিকার। যেমন: খাদ্য,
বস্ত্র, বাসস্থানের অধিকার। এসব অধিকার
পূরণ ছাড়া নাগরিকরা সুস্থ, স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না। তাই বাংলাদেশ সংবিধানের ১৫নং অনুচ্ছেদে মৌলিক
অধিকার পূরণের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ