বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে

 

বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে

বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে

বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে বজ্রপাত ঘটে। ট্রপোস্ফিয়ার বায়ুমন্ডলের প্রথম স্তর সমমন্ডলের প্রথম স্তর। এই স্তরে জলীয়বাষ্প বেশি হওয়ায় বায়ুপ্রবাহও বেশি হয়ে থাকে। ট্রপোস্ফিয়ারের উঁচু বা প্রথম স্তরকে ট্রপোপস বলে। এই ট্রপোপসে বজ্রপাত শুরু হয়ে ট্রপোস্ফিয়ারের নিম্ন স্তর দিয়ে সংঘটিত হয়। এখন কথা হচ্ছে, বজ্রপাতের উৎপত্তিস্থল কোথায় বা বায়ুমন্ডলের কোন স্তরে? বজ্রপাত উৎপত্তি হয় বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার থেকে।

বায়ুমন্ডলের অন্যান্য স্তর থাকা সত্তেও কেন ট্রপোস্ফিয়ার স্তরে বজ্রপাত ঘটে থাকে? এর কারণ হচ্ছে বজ্রপাত ঘটার জন্য আদর্শ পরিবেশ এবং নিয়ামক গুলো  ট্রপোস্ফিয়ারে থাকে। জলীয়বাষ্প আয়নিত হয়ে ইলেকট্রন চার্জের পরিমাণ বৃদ্ধি পেয়ে বজ্রপাতের সৃষ্টি হয়। যেহেতু আয়নিত জলীয়বাষ্প শুধুমাত্র ট্রপোস্ফিয়ারে বেশি থাকে অন্যান্য স্তরের তুলনায়, সেই জন্য বজ্রপাত ঘটার জন্য ট্রপোস্ফিয়ার উপযোগী এবং বজ্রপাত বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ারে ঘটে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ