মাগরিবের নামাজ কয় রাকাত
মাগরিবের নামাজ মোট ৭ রাকাত- ৩ রাকাত ফরয
- ২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ
- ২ রাকাত
নফল
মাগরিব নামাজের তিন রাকাত ফরযের নিয়ত
উচ্চারণঃ নাওয়াইতু আন
উছাল্লিয়া লিল্লাহি
তা'আলা
ছালাছা রাকআ'তি সালাতিল মাগরিবি ফারদুল্লাহি
তা'আলা
মুতাওয়াজ্জিহান ইলা
জিহাতিল কা'বাতিশ্ শারীফাতি
আল্লাহু আকবার
।
বাংলা নিয়তঃ
আমি কেবলামুখী
হইয়া আল্লাহর
জন্য মাগরিবের
তিন রাকয়া'ত
ফরজ নামাজ
(এই ইমামের
পিছনে) আদায়
করিবার নিয়ত করিলাম, আল্লাহু
আকবার।
[জামাআতে
ইমাম সাহেবের
পিছনে নামাজ
আদায় করা
হলে নিয়ত
করার সময় ফারদুল্লাহি
তাআলার পর
বলতে হবে
ইকতাদাইতু বিহাযাল
ইমাম। তারপর বাকী
অংশ বলবে।]
আরো পড়ুনঃ ফজরের নামাজের নিয়ত।
মাগরিব নামাজের দুই রাকাত সুন্নতের নিয়ত
উচ্চারণ: নাওয়াইতু আন
উছল্লিয়া লিল্লাহি
তা'আলা
রাকয়াতাই সালাতিল
মাগরিবি সুন্নাতু
রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি
আল্লাহু আকবার
।
বাংলা নিয়তঃ
আমি আল্লাহর
জন্য কেবলামুখী
হইয়া মাগরিবের
দুই রাকয়াত সুন্নাত নামাজের
নিয়ত করিলাম,
আল্লাহু আকবার।
আরো পড়ুনঃ যোহরের নামাজের নিয়ত।
মাগরিবের দুই রাকাত সুন্নত আদায় করার নিয়ম
মাগরিবের দুই রাকাত
সুন্নত নামাজ
আর ফজরের
দুই রাকাত
সুন্নত নামাজ আদায় করার
নিয়ম একই
প্রকার। শুধুমাত্র
নিয়তের মধ্যে
ফজরের দুই
রাকাত সুন্নত এর
স্থানে মাগরিবের
দুই রাকাত
সুন্নতের কথা
বলতে হবে।
মাগরিবের দুই রাকাত নফল নামাজের নিয়ত
উচ্চারণঃ নাওয়াইতু আন্
উছাল্লিয়া লিল্লাহি
তায়ালা রাকয়াতাই
সালাতিন্নাফলি, মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল
কা'বাতিশ্
শারীফাতি আল্লাহু
আকবার।
বাংলা নিয়তঃ
আমি কেব্লামুখী হইয়া
আল্লাহর জন্য
দুই রাকয়াত নফল নামাজ
আদায়ের জন্য
নিয়ত করিলাম,
আল্লাহু আকবার।
আরো পড়ুনঃ আসরের নামাজের নিয়ত।
মাগরিব নামাজের সময়
সূর্য পশ্চিম আকাশে সম্পূর্ণ অস্ত যাওয়ার পর থেকে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়। তারপর পশ্চিম আকাশের শাফাক অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত অবশিষ্ট থাকে। ইমাম আবূ ইউসুফ (রহঃ) ও ইমাম মুহাম্মদ (রহঃ)-এর মতে সূর্য অস্তমিত হওয়ার পর পশ্চিমাকাশে যে লালবর্ণ দেখা যায় তাকে শাফাক বলে। অপরদিকে ইমাম আবু হানিফা (রহঃ)-এর মতে লালবর্ণ অদৃশ্য হয়ে যাওয়ার পর যে সাদা বর্ণ বা শুভ্র আকাশ তাকেই শাফাক বলে। ইমাম আবূ হানিফা (রহ)-এর মতের উপরই ফতোয়া। (ফতোয়ায়ে আলমগীরী)
মাগরিব নামাজের
ওয়াক্ত থাকে
প্রায় ১
ঘণ্টা ১৫
মিনিট ।
তবে সূর্য
অস্ত যাওয়ার পর অর্থাৎ
আযানের সাথে
সাথেই মাগরিবের
নামাজ আদায়
করে। নেয়া উত্তম।
মাগরিবের নামাজ
দেরী করে
আদায় করা
মাকরূহ। (রমযান মাসে ইফতার
শেষ করে
মাগরিবের নামাজ
আদায় করবে)। (ফতোয়ায়ে আলমগীরী)
0 মন্তব্যসমূহ