বারিমন্ডল কাকে বলে | বারিমন্ডল বলতে কি বোঝায়

 

বারিমন্ডল কাকে বলে | বারিমন্ডল বলতে কি বোঝায়

বারিমন্ডল কাকে বলে

সৃষ্টিলগ্নে পৃথিবী উত্তপ্ত বায়বীয় অবস্থায় ছিল। পর্যায়ক্রমে তাপ বিকিরণের ফলে প্রথমে তরল ও পরে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় পৃথিবীর পৃষ্ঠ অসমানভাবে সংকুচিত হয়। এতে ভূপৃষ্ঠের কিছু অংশ বেশ উঁচু এবং কিছু অংশ বেশ নিচু অবস্থায় পৌঁছে। ভূপৃষ্ঠের যেসব নিচু অংশ রয়েছে সেসব নিচু অংশে প্রাকৃতিক উপায়ে পানি সঞ্চিত হয়ে যে জলভাগ গঠিত হয় তাকে বারিমন্ডল বলে। কাজেই পৃথিবীর পানি সঞ্চিত নিম্ন অংশকে বারিমন্ডল বলে।

বারিমন্ডল বলতে কি বোঝায়

ভূগোলের একটি অন্যতম আলোচ্য বিষয় হলো বারিমন্ডল। পৃথিবীপৃষ্ঠের জলভাগের সম্মিলিত ভৌগোলিক নামই হচ্ছে বারিমন্ডল। বারিমন্ডলের বিভিন্ন অংশের অবস্থান, আয়তন, গভীরতা প্রভৃতির মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। বারিমণ্ডলের বৃহত্তম অংশসমূহ হলো মহাসাগর। পৃথিবীতে মোট ৫টি মহাসাগর আছে, যা ভূপৃষ্ঠের ৭১.৪ ভাগ জুড়ে বিস্তৃত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ