উন্নয়নশীল দেশ কাকে বলে | স্বল্পোন্নত দেশ কাকে বলে

 

উন্নয়নশীল দেশ কাকে বলে | স্বল্পোন্নত দেশ কাকে বলে

উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ কাকে বলে

‘উন্নয়নশীল বা স্বল্পোন্নত’ শব্দটি একটি গতিশীল অবস্থাকে নির্দেশ করে। এ অবস্থায় উন্নয়নের ধারা গতিশীল থাকে। 'উন্নয়নশীল' এবং 'স্বল্পোন্নত' শব্দ দুটি একে অপরের সমার্থক। সাধারণত যেসব দেশ কিছুটা অর্থনৈতিক উন্নতি সাধন করেছে এবং ভবিষ্যতে আরও উন্নতি সাধনের সম্ভাবনা রয়েছে, সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলে।

উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশকে বুঝায়, যেসব দেশে কিছু অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ভবিষ্যতে উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এসব দেশে উন্নয়নের উপযোগী সম্পদ পাওয়া গেলেও উন্নয়নের পথে বিভিন্ন আর্থসামাজিক সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করায় আংশিকভাবে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে এবং ক্রমবর্ধমান হারে এখনো অর্থনৈতিক উন্নয়ন সংঘটিত হচ্ছে। এরূপ উন্নতির ফলে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানের ক্রমোন্নতি লক্ষ করা যায়। তবে উন্নত দেশের তুলনায় এসব দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান অনেক কম থাকে। এতৎসত্ত্বেও উন্নয়নশীল দেশের অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে কিছু অগ্রগতি লাভ করে। আধুনিককালে বিশ্বের অধিকাংশ দেশই উন্নয়নশীল দেশের পর্যায়ভুক্ত। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ উন্নয়নশীল দেশের পর্যায়ভুক্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ