আদ্র জলবায়ু কাকে বলে

 

আদ্র জলবায়ু কাকে বলে

আদ্র জলবায়ু কাকে বলে

যে বৃষ্টিবহুল জলবায়ুতে মধ্যম তাপমাত্রায় জলীয় বাষ্পের পরিমাণ সাধারণ জলবায়ুর চেয়ে বেশি থাকে, তাকে আদ্র জলবায়ু বলে। আদ্র জলবায়ু, বৃষ্টিবহুল ক্রান্তীয় জলবায়ুর সাথে অনেক সাদৃশ্য রয়েছে। আদ্র জলবায়ু অঞ্চলে বছরের অধিকাংশ সময় তাপমাত্রা বেশি থাকে। এখানে শীতলতম মাসের গড় তাপমাত্রা ৬৪° ফা. এর ঊর্ধ্বে থাকে। যেসব উদ্ভিদের অধিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের প্রয়োজন সেসব উদ্ভিদ এ জলবায়ুতে ভালো জন্মে। আদ্র জলবায়ু দু'ভাগে বিভক্ত। যথা :

আর্দ্র বনভূমি জলবায়ু : এ অঞ্চলে শুষ্ক মাসের বৃষ্টিপাত ২.৪ ইঞ্চি এর বেশি। এরূপ জলবায়ুর কারণে এ অঞ্চলে উদ্ভিদ সংরক্ষণের জন্য উপযুক্ত।

আর্দ্র সাভানা জলবায়ু : সাভানা জলবায়ুতে কিছু গাছপালা টিকে থাকে। তবে মৌসুমী অঞ্চলে শুষ্ক ঋতু থাকায় কিছু আর্দ্র বনভূমি দেখতে পাওয়া যায়। এ অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত ৪০ ইঞ্চির কম তাই একে সাভানা জলবায়ু বলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ