অনুন্নত দেশ কাকে বলে

 

অনুন্নত দেশ কাকে বলে

অনুন্নত দেশ কাকে বলে

যেসব দেশের জনগণের মাথাপিছু প্রকৃত আয় কম এবং জীবনযাত্রার মান নিম্ন সেসব দেশকে অনুন্নত দেশ বলে। অর্থাৎ যেসব দেশে মোটেই অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়নি এবং যেসব দেশ স্থবির অবস্থায় আছে সেসব দেশকে অনুন্নত দেশ বলে।

উন্নত দেশের তুলনায় যেদেশে উৎপন্ন দ্রব্য ও বৈষয়িক সুখসমৃদ্ধি কম, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সেদেশকে অনুন্নত দেশ বলে। অনুন্নত দেশসমূহ কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি সবক্ষেত্রে অত্যন্ত অনগ্রসর। এসব দেশের মানুষের মাথাপিছু আয় খুবই কম, জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন, সঞ্চয় ও বিনিয়োগের হার কম। তাই এসব দেশের মূলধন গঠনের হারও কম। তাছাড়া শিক্ষা ও কারিগরি জ্ঞানের অভাবে এসব দেশের মানুষ আধুনিক উৎপাদন কৌশল ও যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে পুরোপুরি জ্ঞাত নয়। এসব দেশের মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি দেশ অনুন্নত দেশের পর্যায়ভুক্ত। প্রভৃতি মৌলিক অধিকার ভোগের সুযোগ পায় না। অভাব এসব দেশের মানুষের নিত্যসঙ্গী। কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া প্রভৃতি দেশ অনুন্নত দেশের পর্যায়ভুক্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ