নগদ প্রবাহ বিবরণী কাকে বলে

 

নগদ প্রবাহ বিবরণী কাকে বলে

নগদ প্রবাহ বিবরণী কাকে বলে

কোনো প্রতিষ্ঠানের একটি হিসাবকালের নগদ আন্তঃপ্রবাহের উৎসসমূহ ও নগদ বহিঃপ্রবাহের লেনদেনসমূহের নির্দেশক বিবরণীকে নগদ প্রবাহ বিবরণী বলে।

নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা

নগদ প্রবাহ বিবরণী সম্পর্কিত কতিপয় সংজ্ঞা নিম্নরূপ :

L.J Gitman -এর মতে, “সংশ্লিষ্ট সময়কালের প্রবাহসমূহের সংক্ষিপ্ত সারকের নগদ প্রবাহ বিবরণী বলে।”

Van Horne and wachowicz JR. এর মতে, “কোনো প্রতিষ্ঠানের একটি সময়কালের নগদ প্রাপ্ত ও নগদ প্রদানের সংক্ষিপ্ত সারকে নগদ প্রবাহ বিবরণী বলে।”

Beaby Myars and marens -এর মতে, “কোনো প্রতিষ্ঠান একটি সময়কালে নগদ প্রাপ্ত ও নগদ প্রদান প্রদর্শন আর্থিক বিবরণীকে নগদ প্রবাহ বিবরণী বলে।”

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কার্য বিবরণী পরিচালনা, বিনিয়োগ ও অর্থায়ন কার্যাবলির সাপেক্ষে প্রতিষ্ঠানের নগদ পরিবর্তনকে ব্যাখ্যা করে তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ