নগদ প্রবাহ কাকে বলে
সাধারণভাবে নগদ
প্রবাহ বলতে একটি নির্দিষ্ট হিসাবকালে নগদের আগমন এবং নির্গমনকে বুঝায়। অন্যভাবে
বলতে গেলে, কোনো নির্দিষ্ট সময়ব্যাপী ব্যবসায়ের ভিতরের
দিকে ও বাইরের দিকে নগদের প্রবাহকে নগদ
প্রবাহ বলে।
নগদ প্রবাহের সংজ্ঞা
বিভিন্ন বিখ্যাত
লেখকগণ নগদ প্রবাহের যে সংজ্ঞা প্রদান করেছেন তা নিম্নরূপ:
Khan and
Jaisn -এর মতে, “নগদ সমতুল্যের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকে নগদ প্রবাহ বলে।”
Horngren,
Harrison and Bamber-এর মতে, “নগদ প্রবাহ হচ্ছে নগদ প্রাপ্তিসমূহ এবং
নগদ প্রদান বা পরিশোধসমূহ।”
Meigs
willins, Haka and Bettney-এর মতে, “নগদ প্রাপ্তিসমূহ বা আন্তঃপ্রবাহ এবং নগদ
প্রদানসমূহ বা বহিঃপ্রবাহ উভয়কে বর্ণনাকারী
একটি পদ হচ্ছে নগদ প্রবাহ।”
উপরিউক্ত আলোচনার
প্রেক্ষিতে বলা যায় যে, কোনো কারবার প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের নগদ প্রাপ্ত
ও নগদ প্রদানই হচ্ছে নগদ প্রবাহ।
0 মন্তব্যসমূহ