নগদ প্রবাহ কাকে বলে

 

নগদ প্রবাহ কাকে বলে

নগদ প্রবাহ কাকে বলে

সাধারণভাবে নগদ প্রবাহ বলতে একটি নির্দিষ্ট হিসাবকালে নগদের আগমন এবং নির্গমনকে বুঝায়। অন্যভাবে বলতে গেলে, কোনো নির্দিষ্ট সময়ব্যাপী ব্যবসায়ের ভিতরের দিকে ও বাইরের দিকে নগদের প্রবাহকে নগদ প্রবাহ বলে।

নগদ প্রবাহের সংজ্ঞা

বিভিন্ন বিখ্যাত লেখকগণ নগদ প্রবাহের যে সংজ্ঞা প্রদান করেছেন তা নিম্নরূপ:

Khan and Jaisn -এর মতে, “নগদ সমতুল্যের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকে নগদ প্রবাহ বলে।

Horngren, Harrison and Bamber-এর মতে, “নগদ প্রবাহ হচ্ছে নগদ প্রাপ্তিসমূহ এবং নগদ প্রদান বা পরিশোধসমূহ।

Meigs willins, Haka and Bettney-এর মতে, “নগদ প্রাপ্তিসমূহ বা আন্তঃপ্রবাহ এবং নগদ প্রদানসমূহ বা বহিঃপ্রবাহ উভয়কে বর্ণনাকারী একটি পদ হচ্ছে নগদ প্রবাহ।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কোনো কারবার প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের নগদ প্রাপ্ত ও নগদ প্রদানই হচ্ছে নগদ প্রবাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ