নগদ কাকে বলে

 

নগদ কাকে বলে

নগদ কাকে বলে

প্রকৃত অর্থে নগদ হচ্ছে তরল সম্পত্তি। যা চাহিবামাত্র ব্যবহার করা যায় কিংবা পাওনা পরিশোধে প্রদান করা যায়। অর্থাৎ, যা চাহিবামাত্র লেনদেনের সম্পর্কীয় কাজে ব্যবহার হয়, তাকে নগদ বলে। তরল সম্পত্তির মধ্যে ইহা সবচেয়ে তরল সম্পত্তি। কারবারের সকল লেনদেনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নগদ টাকা বা নগদ জড়িত। যেকোনো কারবারি লেনদেনে নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Kieso Waygandt এবং Kimmel এর মতে, “Cash is the resource that consist of coins, currency, cheques, money orders and money on hand or on deposit in bank or similar depositor."

নগদ বলতে আমাদের দেশে টাকাকে বুঝালেও বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মুদ্রা হতে পারে। ইহা করবারের চালিকা শক্তি। নগদের উপস্থিতি ছাড়া যেকোনো কারবার প্রতিষ্ঠান একেবারেই অচল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ