সমাপনী জাবেদা বা দাখিলা কাকে বলে

 

সমাপনী জাবেদা বা দাখিলা কাকে বলে

সমাপনী জাবেদা বা দাখিলা কাকে বলে

যেকোনো কারবার প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক অবস্থা ও লাভ-ক্ষতির পরিমাণ জানার জন্য সকল প্রকার আয় ব্যয়ের উদ্বৃত্তগুলো আয় বিবরণী, ক্রয়-বিক্রয়, লাভ-ক্ষতি হিসাবে স্থানান্তরের জন্য যে জাবেদা বা দাখিলা দেয়া হয় তাকে সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা বলে।

Pyle and Larso-এর মতে, "আয় ও ব্যয় হিসাব বন্ধ এবং নিট আয় মূলধন হিসাবে বা হিসাবসমূহে অথবা রক্ষিত আয় স্থানান্তরের জন্য যে জাবেদা করা হয় তাকে সমাপনী দাখিলা বা জাবেদা বলে।"

Meigs & Others-এর মতে, "সমাপনী দাখিলা হচ্ছে হিসাবকাল শেষে অস্থায়ী হিসাবগুলোকে আয়, ব্যয় উত্তোলন সমন্বয় করাকে সমাপনী দাখিলা বলে।"

মনে রাখতে হবে সমাপনী দাখিলা করতে হলে মুনাফা জাতীয় আয় ব্যয় শনাক্ত করতে হবে, আয়ব্যয় হিসাবের ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত বের করতে হবে, আয় ব্যয় হিসাবের ডেবিট উদ্বৃত্তগুলো ক্রেডিট এবং আয় বিবরণীকে ডেবিট করতে হবে। অন্যদিকে সকল হিসাবের ক্রেডিট উদ্বৃত্তকে ডেবিট এবং আয় বিবরণীকে ক্রেডিট করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ