নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলগুলোতে সারাবছরউচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টিপাতযুক্ত যে একবিশেষ ধরনের জলবায়ু পরিলক্ষিত হয় তাকেনিরক্ষীয় জলবায়ু বলে।নিরক্ষরেখার উভয় পার্শ্বে ৫° থেকে ১০°অক্ষাংশ পর্যন্ত এ জলবায়ু বিদ্যমান।সারাবছর ধরে অত্যধিক তাপ ও বৃষ্টিপাত এজলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এ অঞ্চলের কোথাওতুসারপাত হয় না।নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শীত ও গ্রীষ্মের তাপমাত্রারপার্থক্য খুবই কম। বার্ষিক গড় তাপমাত্র প্রায়৭০° থেকে ৮০° ফা. এর মধ্যে।উভয় গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকেউত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু এ অঞ্চলেএসে উর্ধ্বগামী হয়।নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর নিম্নচাপবিরাজ করে।এ অঞ্চলে দুপুরের পর হতে আকাশ মেঘাচ্ছন্নহতে থাকে এবং বিকালে প্রবল বৃষ্টিপাত হয়।বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ৭০” থেকে ১০০০”হয়ে থাকে।
0 মন্তব্যসমূহ