বনভূমি কাকে বলে
মানুষের প্রাকৃতিক
সম্পদগুলোর মধ্যে বনভূমি গুরুত্বপূর্ণ। এটি জীবজগতের অস্তিত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুমণ্ডলের তাপমাত্রা
নিয়ন্ত্রণ প্রভৃতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করে মানুষের অশেষ
কল্যাণসাধন করে আসছে। দেশের অর্থনৈতিক উন্নতি তথা
জাতীয় জীবনে বনভূমির গুরুত্ব অপরিসীম।
বনভূমি বা অরণ্য এর সংজ্ঞা
সাধারণভাবে বলা যায়, পৃথিবীর যেসব স্থানে বৃক্ষের সমারোহ লক্ষ করা যায় তাকে
বনভূমি বা অরণ্য বলে। অন্যভাবে
বলা যায়, পৃথিবীর মৃত্তিকার উপরিভাগে স্বাভাবিকভাবে বিভিন্ন আকৃতির যে উদ্ভিজ্জ
জন্মে থাকে তাকে বনভূমি বলে। তাই বলা যায়,
"All lands bearing vegetation association dominated by tree of any size explotted or not capable of production wood or of
exerting or influence of the local climate or
on the water regime."
মৃত্তিকা বৃষ্টিপাত,
সূর্যালোক এবং উত্তাপের তারতম্যের ওপর বনভূমির প্রকৃতি ও ধরন নির্ভর করে। একটি দেশ বা অঞ্চলের পরিবেশের
ভারসাম্য রক্ষায় মোট ভূভাগের ২৫% বনভূমি থাকা আবশ্যক।
0 মন্তব্যসমূহ