আর্দ্রতা কি | আর্দ্রতা কাকে বলে

 

আর্দ্রতা কি | আর্দ্রতা কাকে বলে

আর্দ্রতা কি

বায়ুর অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা মূলত বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ নির্দেশ করে। আবার বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণের ওপর স্থানীয় আবহাওয়া বহুলাংশে নির্ভরশীল। বায়ুর আর্দ্রতার ওপর বৃষ্টিপাত ও শুষ্কতা নির্দেশ করে। আর্দ্রতার ইংরেজি হচ্ছে humidity

আর্দ্রতা কাকে বলে

বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। অর্থাৎ বাতাসে জলীয়বাষ্প ধারণ করাই হলো আর্দ্রতা। উষ্ণতার হ্রাস-বৃদ্ধির সাথে সাথে বায়ুর জলীয়বাষ্প ধারণের ক্ষমতাও পরিবর্তন হয়। বায়ুর তাপ বৃদ্ধি পেলে এর জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাপ হ্রাস পেলে জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতাও হ্রাস পায়। অবশ্য তাপ যে হারে বৃদ্ধি পায় তা অপেক্ষা বায়ুর জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা অধিক হারে বৃদ্ধি পায়। যার ফলে গ্রীষ্মকালের বায়ু শীতকালের বায়ু অপেক্ষা অধিক জলীয়বাষ্প ধারণ করতে সক্ষম। এতে গ্রীষ্মের উষ্ণ বায়ু হতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। কাজেই বায়ুর জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতাই আর্দ্রতা।

আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি

শুষ্ক ও আর্দ্রকুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের আর্দ্রতা নির্ণয় করা হয়।

আর্দ্রতা কম হলে কি হয়

আর্দ্রতা কমে গেলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গাণুর ক্ষতি হতে পারে। বাতাসে আদর্শ আর্দ্রতার পরিমাণ হল ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ। এর চেয়ে আর্দ্রতা যদি কমে যায়, তবে আমাদের অন্ত্র, চোখ এবং শরীরের চামড়া বিভিন্ন ধরণের ক্ষতির সম্মুখীন হবে। এইসব অঙ্গাণু ঠিকমত কাজ করবে না, যার ফলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

আর্দ্রতার বৈশিষ্ট্যসমূহ

বায়ুর উষ্ণতার ওপর আর্দ্রতা নির্ভর করে। কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে আর্দ্রতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস পেলে আর্দ্রতা হ্রাস পায়।

১. বৃষ্টিপাতকে বায়ুর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। যার কারণে শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি হয়।

. জলীয়বাষ্পের ওপর বায়ুর আর্দ্রতা নির্ভর করে। কেননা জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে আর্দ্রতা বৃদ্ধি পায় এবং জলীয়বাষ্প হ্রাস পেলে আর্দ্রতা হ্রাস পায়।

৩. বায়ুমণ্ডলে তাপমাত্রা হ্রাস পেলে জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা হ্রাস পায়। ফলে আর্দ্রতাও হ্রাস পায়।

৪. বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা হ্রাস পায়। ফলে আর্দ্রতাও বৃদ্ধি পায়।

পরিশেষে বলা যায় যে, বায়ুমণ্ডলের একটি বিশেষ বৈশিষ্ট্য আর্দ্রতা। যেসব উপাদানের সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত তাদের ওপর আর্দ্রতা নির্ভরশীল। কোনো স্থানের আর্দ্রতার ওপর উদ্ভিদ ও প্রাণিজগতের উপযোগী বা অনুপযোগী পরিবেশ সৃষ্টি করে। এটি জলবায়ু বিজ্ঞানে বেশ গুরুত্বপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ