তারল্য অনুপাত কি

 

তারল্য অনুপাত কি

তারল্য অনুপাত কি

প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধের ক্ষমতা কে তারল্য বলে। একে অনুপাতে প্রকাশ করাকে তারল্য অনুপাত বলে। এটি প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক সামর্থ্য নির্দেশ করে যা বিভিন্ন বিল পরিশোধের ক্ষমতাকে নির্দেশ করে। তারল্যের চারটি অনুপাত নিম্নরূপ :

১. চলতি অনুপাত = ( চলতি সম্পত্তি ÷ চলতি দায় )

২. ত্বরিৎ অনুপাত = ( ত্বরিৎ সম্পত্তি
÷ ত্বরিৎ দায় )

৩. মজুত আবৰ্ত্তন অনুপাত  = ( বিক্রীত পণ্যের ব্যয় ÷ দেনাদার )

৪. প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত = ( নিট বাকিতে বিক্রয় ÷ গড় দেনাদার ) × ১০০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ