রক্ষিত আয় বিবরণী কি । সংরক্ষিত আয় বিবরণী কি

 

রক্ষিত আয় বিবরণী কি । সংরক্ষিত আয় বিবরণী কি

রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণী কী

রক্ষিত আয় বিবরণী বলতে বিগত বছরগুলোসহ চলতি বছরের নিট আয়ের ক্রমযোজিত আয়কে বুঝায়। বিগত বছরের নিট আয়ের সাথে চলতি বছরের নিট আয় যোগ এবং নিট ক্ষতি বিয়োগ দিয়ে যে অবশিষ্ট পাওয়া যায় তা হতে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রস্তাবিত লভ্যাংশ, বিভিন্ন তহবিলে স্থানান্তর, আয়কর সঞ্চিতি তহবিলে স্থানান্তর করে নিট আয়ের পরিমাণ কম হয় বলে প্রদেয় করের পরিমাণও হ্রাস পায়।

Retained Earnings                                        Taka    Taka 

Balance of last year:                                                 ***
(+) Current year Net income / Loss                        ***

Less : In term dividend
Proposed dividend
Transfer to any fund
Closing balance of R/E                                             ***

রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণী উপাদনসমূহ বর্ণনা কর

রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণীর ক্ষেত্রে যে সকল উপাদন বিদ্যমান তা নিম্নরূপ।

১. বিগত বছরের উদ্বৃত্ত সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার সময় বিগত বছরের ডেবিট উদ্বৃত্ত বা ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে শুরু করতে হয়।

২. চলতি বছরের নিট লাভ বা ক্ষতি : বর্তমান বছরে আয় বিবরণীতে নিট লাভ হয় তবে পূর্বের ক্রেডিট উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে। নিট লাভ হলে তা পূর্বেই ডেবিট উদ্বৃত্তের সাথে যোগ হবে এবং ক্রেডিট উদ্বৃত্ত হতে বিয়োগ হবে।

৩. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ : ইহা সংরক্ষিত আয় বিবরণীতে ক্রেডিট উদ্বৃত্ত হলে বিয়োগ হবে।

৪. প্রস্তাবিত লভ্যাংশ : ইহা সংরক্ষিত আয় বিবরণীতে ক্রেডিট উদ্বৃত্ত হতে বিয়োগ হবে।

৫. বিভিন্ন তহবিলে স্থানান্তর : বিভিন্ন তহবিলে স্থানান্তর যেমন- আয়কর সঞ্চিতিতে স্থানান্তর লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানন্তর, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর ইত্যাদি পূর্বের ক্রেডিট উদ্বৃত্ত হতে বিয়োগ হবে।

৬. অন্যান্য : কোনো কোনো হিসাব শাস্ত্রবিদ আয়রকে সংরক্ষিত আয় বিবরণীতে লিপিবদ্ধ করে থাকেন।

পরিশেষে বলা যায় যে, উপরিউক্ত উপাদানগুলো সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করার ফলে প্রতিষ্ঠানের প্রকৃত লাভ বা ক্ষতির চিত্র ফুটে উঠে। যা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ