প্রতিষ্ঠানের
মৌলিক উদ্দেশ্য এবং প্রতিযোগিতাশীল বিশ্বে টিকে থাকার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আবশ্যক। প্রতিষ্ঠানে বিভিন্ন
প্রকার পরিকল্পনা প্রণয়ন করা হয়, তার মধ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনা অন্যতম।
স্বল্পমেয়াদী পরিকল্পনা কি
সাধারণ অর্থে
স্বল্পমেয়াদী পরিকল্পনা কি : স্বল্পমেয়াদের জন্য উদ্দেশ্য অর্জনের নিমিত্তে যে পরিকল্পনা
করা হয় তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে।
ব্যাপক অর্থে স্বল্পমেয়াদী পরিকল্পনা কি : কোন সুনির্দিষ্ট
লক্ষ্য অর্জনের নিমিত্তে যে পরিকল্পনা করা হয় তা হচ্ছে স্বল্পমেয়াদি পরিকল্পনা।
স্বল্পমেয়াদি পরিকল্পনা সাধারণত এক বছরের কম সময়ে
হয়ে থাকে। এ ধরনের পরিকল্পনার জন্য কম খরচ হয় এবং সময়ও বেশি লাগে। এ ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদের উপর ভিত্তি
করে প্রণয়ন করা হয়। প্রায় সব ধরনের প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে।
রিকি ডব্লিউ.
গ্রিফিন (Ricky W. Griffin) বলেছেন, "স্বল্পমেয়াদি পরিকল্পনা হল এমন একটি পরিকল্পনা,
যা একবছর বা
তার কম সময়ের জন্য প্রণীত হয়। স্বল্পমেয়াদি পরিকল্পনা ব্যবস্থাপকের দৈনন্দিন কাজের
উপর বড় ধরনের প্রভাব ফেলে।” (Short range
plan is a plan which has a time frame of one year or less. Short range plans greatly affect the manager's day to day
activities.)
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা বলা অপরিহার্য যে, কোন নির্দিষ্ট উদ্দেশ্য
অর্জনের নিমিত্তে অল্প সময়সাপেক্ষে
কম খরচে এক বছর বা তার কম সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে স্বল্পমেয়াদি
পরিকল্পনা বলে।
0 মন্তব্যসমূহ