বিশেষ জাবেদা বলতে কি বুঝ
যে সকল প্রতিষ্ঠানের
আয়তন ছোট সেসব প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে লেনদেনের পরিমাণও কম হয়ে
থাকে। তাই একটি সাধারণ জাবেদার মাধ্যমে লেনদেন লিপিবদ্ধ
করে। কিন্তু বৃহদাকার প্রতিষ্ঠানে প্রতিনিয়ত অসংখ্য
লেনদেন সংঘটিত হয় বলে একটি মাত্র জাবেদায়
সকল লেনদেন লিপিবদ্ধ করা জটিল ও ঝামেলাপূর্ণ। এ জটিলতা ও ঝামেলা এড়ানোর
জন্য প্রতিষ্ঠানগুলো বিশেষ জাবেদার মাধ্যমে হিসাবরক্ষণ
কার্যক্রম পরিচালনা করে।
Pyle and
Larson -এর মতে, “বিশেষ জাবেদা হলো এক প্রকার লেনদেন লিপিবদ্ধ করণের একটি
বহু ঘর বিশিষ্ট প্রাথমিক বই।”
Jaffery
Slatter -এর মতে, “সমজাতীয় লেনদেন লিপিবদ্ধকরণের কাজে ব্যবহৃত জাবেদাকে
বিশেষ জাবেদা বলে।”
সুতরাং বলা যায়,
লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে একই জাতীয় লেনদেনসমূহের সমন্বয়ে যে জাবেদা
তৈরী করে তাকে বিশেষ জাবেদা বলে।
0 মন্তব্যসমূহ