হিসাবচক্র কি | হিসাবচক্র কাকে বলে

 

হিসাবচক্র কি

হিসাবচক্র কি

হিসাবচক্র হলো ধারাবাহিক কার্যক্রম যা লেনদেন চিহ্নিতকরণের মাধ্যমে শুরু হয় প্রারম্ভিক দাখিলার মাধ্যমে শেষ হয়। কারবার যতদিন চলতে থাকবে এ প্রক্রিয়া ততদিন চলতে থাকবে। আর যে ধারাবাহিকতা চক্রাকারে হিসাবকাল ক্রমআবর্তিত হয় তাকে হিসাবচক্র বলে।

হিসাবচক্র কাকে বলে

নিয়ে হিসাবচক্রের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো :

Eric Louis Kohler-এর মতে, "Sequence of steps or procedures in annual accounting event initiated by an accountant in each accounting period."

ICWAI-এর মতে, “হিসাবচক্র হলো হিসাববিজ্ঞান উপাত্তের সামগ্রিক প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপসমূহ।

Harmanson and Others-এর মতে, “হিসাবচক্র হলো প্রয়োজনীয় আর্থিক তথ্যসংগ্রহকরণ প্রক্রিয়াকরণ এবং প্রকাশকরণে একটি ধারাবাহিক ধাপ যা একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে সম্পাদিত হয়।"

Smith and Fred Skousen-এর মতে, “আর্থিক বিবরণীতে যেসব উপাত্ত ব্যবহার করা হয় বা পেশ করা হবে তা সরবরাহ করতে প্রতিটি ব্যবসায় একক কর্তৃক কতিপয় প্রণালি অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে, যাকে সমষ্টিগতভাবে হিসাবচক্র বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ