বায়ুচাপ কি

 

বায়ুচাপ কি

বায়ু এক ধরনের মিশ্র পদার্থ। গ্যাসীয় উপাদান হওয়া সত্ত্বেও অন্যান্য পদার্থের ন্যায় বায়ুর ওজন ও চাপ আছে। বায়ুর চাপ পৃথিবীর সর্বত্র সমান নয়। বায়ুর চাপের তারতম্যজনিত কারণে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হয়। ভূপৃষ্ঠের বায়ুর উষ্ণতা ও জলীয় বাষ্পের পরিমাণের তারতম্য এবং পৃথিবীর আবর্তন গতির জন্য বিভিন্ন চাপ বলয়ের উৎপত্তি।

বায়ুচাপ কি

পৃথিবীকে বেষ্টন করে বায়ু অবস্থান করছে। কতকগুলো গ্যাসীয় উপাদানের সমন্বয়ে বায়ু গঠিত, যা পৃথিবীকে বেষ্টন করে আছে। সাধারণভাবে বলা যায়, বায়ুমণ্ডলের উপরে, নিচে এবং চারিপার্শ্বে বায়ু যে চাপ দেয়, বায়ুর এ চাপকে বায়ুচাপ (Wind pressure) বলে। অন্যভাবে বলা যায়, পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত শক্তির ফলে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠে যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলেপৃথিবী পৃষ্ঠের সর্বত্র বায়ুর চাপ সমান থাকে না। বায়ুর চাপ ভূপৃষ্ঠ হতে যতই উপরে ওঠা যায় ততই কমতে থাকে। সাধারণত ২৭৪ মিটার উচ্চতায় ২.৫৪ সেন্টিমিটার বা ১ ইঞ্চি হিসেবে বায়ুর চাপ হ্রাস পায়। উচ্চতা ছাড়াও তাপের সাথে বায়ুচাপের তারতম্য ঘটে। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ