চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে পার্থক্য কি কি

 

চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে পার্থক্য কি কি

চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে পার্থক্য

চাহিদাসূচি ও চাহিদারেখার মধ্যে পার্থক্যসমূহ নিম্নরূপ।

  • ১. চাহিদাসূচিতে বিভিন্ন দামে একটি দ্রব্যের চাহিদার বিভিন্ন পরিমাণ তালিকার আকারে প্রকাশিত হয়। অপরদিকে, চাহিদারেখায় বিভিন্ন দামে একটি দ্রব্যের চাহিদার বিভিন্ন পরিমাণ রেখাচিত্রের সাহায্যে প্রকাশিত হয়।
  • ২. চাহিদাসূচিতে চাহিদাকে গাণিতিকভাবে প্রকাশ করা হয়। কিন্তু চাহিদারেখাতে চাহিদাকে জ্যামিতিকভাবে প্রকাশ করা হয়।
  • ৩. চাহিদাসূচির দুটি অংশ। প্রথম অংশে থাকে মূল্যের পরিমাণ বা একক প্রতি দাম এবং অপর অংশে থাকে চাহিদার পরিমাণ। পক্ষান্তরে, চাহিদারেখাতে দুটি অক্ষ থাকে। এর একটি অক্ষে থাকে দ্রব্যের দাম এবং অপরটিতে থাকে চাহিদার পরিমাণ। এ চিত্রে চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয়।

উপরিউক্ত আলোচনায় আমরা চাহিদাবিধি এবং চাহিদাসূচির, আলোচনা করেছি এবং এদের মধ্যে বিভিন্ন পার্থক্য উল্লেখ করেছি। এসব পার্থক্য থাকা সত্ত্বেও চাহিদাবিধি এবং চাহিদাসূচি উভয়ই চাহিদা বিশ্লেষণে ব্যবহৃত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ