একটি গিফেন দ্রব্যের চাহিদারেখা অঙ্কন কর

 

একটি গিফেন দ্রব্যের চাহিদারেখা অঙ্কন কর

গিফেন দ্রব্যের তালিকা থেকে চাহিদারেখা

গিফেন দ্রব্য সাধারণত নিকৃষ্ট দ্রব্যের পর্যায়ভুক্ত। ১৮৪০ এর দশকে আলুর ক্ষেত্রে দুর্ভিক্ষের সময় স্যার রবার্ট গিফেন আইরিশ কৃষকদের আচরণ পর্যবেক্ষণ করে তার বক্তব্য প্রদান করেন। অত্যন্ত নিম্ন আয়সম্পন্ন পরিবারের মূল খাদ্যদ্রব্যের চাহিদা বিবেচনার ক্ষেত্রে গিফেন পদটি ব্যবহৃত হয়। তাঁর মতে, গিফেন দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে। এর পক্ষে তার যুক্তি হল মূল খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকলে নিম্ন বেতনভুক্তরা যখন দেখে যে অন্য দ্রব্য ক্রয়ের সামর্থ্য নেই তখন তারা মূল খাদ্যদ্রব্যটি আরও বেশি পরিমাণে ক্রয় করে। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনে যারা কম বেতনভুক্ত শ্রমিক, তাদের চাহিদার প্রকৃতি বিশ্লেষণে লক্ষ্য করা গিয়েছিল যে, পাউরুটির দাম বৃদ্ধি পাওয়ায় তারা পাউরুটির ক্রয় না কমিয়ে বরং বাড়িয়েছিল। কারণ নিম্ন বেতনভুক্ত ব্যক্তিরা বেঁচে থাকার জন্যে পাউরুটির উপর নির্ভরশীল ছিল, দাম বাড়াতে তাদের সন্দেহ ছিল ভবিষ্যতে দাম আরও বাড়লে তারা অর্থের অভাবে পাউরুটি ক্রয় করতে পারবে না। এবং না খেয়ে মরতে হবে আশঙ্কায় তারা বৃদ্ধিপ্রাপ্ত দামে বেশি করে পাউরুটি ক্রয় করতে থাকে। সুতরাং, যেসব মৌলিক খাদ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে সেসব দ্রব্যকে গিফেন দ্রব্য বলে। গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে। ফলে গিফেন দ্রব্যের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। নিম্নে গিফেন দ্রব্যের চাহিদা সূচি হতে চাহিদা রেখা অঙ্কন করা হল।

গিফেন দ্রব্যের চাহিদা সূচি
দাম (P)           চাহিদা (Q)
6                      12
10                    16
14                    20
20                    30

গিফেন দ্রব্যের চাহিদারেখা

গিফেন দ্রব্যের চাহিদা সূচিতে লক্ষ্য করা যায়, দাম যখন 6 টাকা তখন চাহিদা 12 একক, দাম বৃদ্ধি পেয়ে যখন 10 টাকা হয় তখন চাহিদা বৃদ্ধি পেয়ে 16 একক হয়, দাম 14 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 20 একক এবং দাম 20 টাকা হলে চাহিদার পরিমাণ হবে 30 একক। দাম এবং চাহিদার সমন্বয়ে যথাক্রমে e, f, g এবং h বিন্দুগুলো পাওয়া যায় e, f, g এবং h বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যায় তাই মূলত গিফেন দ্রব্যের চাহিদা রেখা, যা DD’ দ্বারা নির্দেশ করা হয়েছে। চিত্রে লক্ষ্য করা যায়, গিফেন দ্রব্যের চাহিদার ক্ষেত্রে নিম্ন দাম স্তরের পর্যায়ে দাম যদি বাড়ে তবে সেক্ষেত্রে চাহিদাও বৃদ্ধি পায়। পরিশেষে বলা যায়, লর্ড গিফেনের উক্তির সত্যতা সর্বাংশে ঠিক নয়। সময় পরিবেশের ভিন্নতায় বিশেষ দ্রব্যের চাহিদার প্রকৃতি গিফেনের বক্তব্য অনুযায়ী হবে কি না, সে বিষয়ে অর্থনীতিবিদেরা সন্দেহ পোষণ করে থাকেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ