বেঙ্গল প্যাক্ট বলতে কি বোঝায়
খেলাফত আন্দোলনের
ব্যর্থতার ফলে
হিন্দু-মুসলমান
সম্প্রীতি বিনষ্ট
হবার উপক্রম
হলে এ.
কে. ফজলুল
হক, দেশবন্ধু
চিত্তরঞ্জন দাস,
হোসেন শহীদ
সোহ্রাওয়ার্দী, মোঃ
আঃ করিম,
মাওলানা আকরম
খান, মনিরুজ্জামান
ইসলামবাদী, মৌঃ
মুজিবর রহমান
প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাদি
নিয়ে আলাপ-আলোচনা করেন এবং
হিন্দু-মুসলমানদের
দাবি-দাওয়ার
প্রশ্নে একটি
চুক্তি সম্পাদন করেন। এ
চুক্তি ঐতিহাসিক
'বেঙ্গল প্যাক্ট'
নামে খ্যাত।
চিত্তরঞ্জন দাসের
স্বরাজ পার্টি,
১৯২৩ সালের
১৬ ডিসেম্বর
এর কাউন্সিল
সভায় এ চুক্তিকে
আনুষ্ঠানিকভাবে স্বীকার
করে নেয়।
0 মন্তব্যসমূহ