চাহিদা রেখা কি

চাহিদা রেখা কি

চাহিদা রেখা কি

যে রেখার সাহায্যে বিভিন্ন দামে একটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ চাহিদা নির্দেশ করা হয়, তাকে চাহিদা রেখা বলে। অর্থাৎ, চাহিদা সূচির মধ্যে দাম ও চাহিদার পরিমাণ সম্পর্কে আমরা যে তথ্য পাই, তাকে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করলে চাহিদা রেখা পাওয়া যায়। নিম্নে একটি চাহিদা রেখা অঙ্কন করা হল।

 

চাহিদা রেখা চিত্র

চিত্রে OX অক্ষে চাহিদার পরিমাণ এবং OY অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন 6 টাকা, তখন দ্রব্যের চাহিদা 200 একক। এক্ষেত্রে চাহিদা বিন্দু a নির্দেশ করে। দ্রব্যের দাম কমে 5 টাকা হলে দ্রব্যের চাহিদা বেড়ে 400 একক হয়। তখন চাহিদা বিন্দু b তে নির্দেশ করে। অনুরূপভাবে, দ্রব্যের দাম কমে 4, 3, 2 টাকা হলে, চাহিদার পরিমাণ হয় যথাক্রমে 600 800 1000 একক। তখন চাহিদা বিন্দুগুলো পাওয়া যায় c, d ও e. এখন a. b, c, d ও e দামে দ্রব্য ক্রয়ের পরিমাণ দেখায়। বিন্দুগুলো যোগ করে DD, যে রেখা পাই, তাই চাহিদা রেখা। কাজেই চাহিদা রেখা দ্রব্যের বিভিন্ন দাম ও সেই বিভিন্ন দামে দ্রব্য ক্রয়ের পরিমাণ দেখায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ