অর্থনীতিবিদ স্টিগলার
জ্যামিতিক পদ্ধতিতে
চাহিদার স্থিতিস্থাপকতা
পরিমাপ করার
জন্য বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি
প্রবর্তন করেন।
চাহিদা রেখার
নির্দিষ্ট বিন্দু
দ্বারা দ্রব্যের
প্রাথমিক মূল্য
ও পরিমাপ
প্রকাশ করা
হয়। মূল্যের পরিবর্তনের ফলে
চাহিদার পরিবর্তন
বিবেচনা করে
ঐ নির্দিষ্ট
বিন্দুতে চাহিদার
স্থিতিস্থাপকতা পরিমাপ
করা যায়। সুতরাং, এ
পদ্ধতির মূল
লক্ষ্য হল
চাহিদা রেখার
উপর কোন
নির্দিষ্ট বিন্দুতে
চাহিদার স্থিতিস্থাপকতা
পরিমাপ করা।
চাহিদার বিন্দু
স্থিতিস্থাপকতা
চাহিদার সূক্ষ্ম শতকরা পরিবর্তনকে দামের সূক্ষ্ম শতকরা পরিবর্তন দিয়ে ভাগ করে যে স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয় তাকেই চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতা বলে। এর মাধ্যমে কোন দ্রব্যের দামের যে পরিবর্তন হয় তার ভিত্তিতে স্থিতিস্থাপকতা পরিমাপ করা যায়। সুতরাং, একটি চাহিদা রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে যে স্থিতিস্থাপকতার পরিমাপ করা হয় তাকেই বিন্দু স্থিতিস্থাপকতা বলে। এটি মূলত চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপের সংখ্যাসূচক পদ্ধতির জ্যামিতিক প্রকাশ। চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের বিন্দু পদ্ধতির সূত্রটি হল নিম্নরূপ,
চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতা
= ( স্পর্শকের নিচের অংশ /
স্পর্শকের উপরের
অংশ )
0 মন্তব্যসমূহ