অর্থনীতিতে নির্বাচন বলতে কী বোঝ

 

অর্থনীতিতে নির্বাচন বলতে কী বোঝ

অর্থনীতিতে নির্বাচন বলতে কী বোঝ

মানুষের অভাব যে অসীম তেমনি অভাব পূরণের সম্পদ সীমিত। সীমিত সম্পদ দ্বারা সকল অভাব একসাথে পূরণ করা যায় না। আবার মানুষের জীবনে সকল অভাবের গুরুত্ব একই রকম নয়। এজন্যই মানুষকে অভাব নির্বাচন করতে হয়। একাধিক অভাবের মধ্য থেকে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকেই নির্বাচন বলে। সম্পদের দুগ্ধপ্যতা থেকেই নির্বাচন সমস্যটি আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ