মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বুঝ
সকল সমাজেই উৎপাদনের উপকরণগুলো সীমিত। সীমিত সম্পদকে উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হবে, কীভাবে সমাজের সদস্যনের বন্টন করা হবে, সীমিত সম্পদ দ্বারা কোন কৌশলে অভাব পূরণ করা হবে এসবই মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিবিদ পি. এ. স্যামুয়েলসন-এর মতে, প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি। এ সমস্যাগুলো হলো-- ১. কী উৎপাদন করা হবে,
- ২. কীভাবে উৎপাদন করা হবে,
- ৩. কার জন্য উৎপাদন করা হবে।
0 মন্তব্যসমূহ