মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়

 

মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়

মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়

যে অর্থ ব্যবস্থায় ব্যক্তিমালিকানা বেকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। ব্যবস্থায় ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। এরূপ অর্থব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা অবাধ না হয়ে আংশিকভাবে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তাছাড়া কিছু কিছু বৃহৎ মৌলিক শিল্পকারখানা এবং গুরুত্বপূর্ণ ব্যবসায় বাণিজ্য সরকার কর্তৃক পরিচালিত হয়। অনেকে মিশ্র অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে মনে করেন।

মিশ্র অর্থব্যবস্থায় কীভাবে অর্থনৈতিক সমস্যা সমাধান করা হয়

মিশ্র অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতা পরিহার করে গুণাগুণগুলো সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মিশ্র অর্থব্যবস্থায় কী ব্যে কী পরিমাণে উৎপাদন হবে, কার জন্য উৎপাদন হবে, কীভাবে উৎপাদন হবে সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নে বেসরকারি সরকারি উদ্যোগ পাশপাশি অবস্থান করে। উৎপাদনের উপাদান সম্পদের ওপর বেসরকারি সরকারি খাতের সহাবস্থান থাকার কারণে বণ্টন ব্যবস্থাতেও উদ্ভয় খাতের কর্তৃত্ব লক্ষ করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ