ন্যায় পাল সম্পর্কে কী জান
সংসদ আইনের কার্যকারিতা ও জনস্বার্থ সংক্রান্ত বিষয়ে নির্বাহী বিভাগ ও প্রশাসনিক কার্যাবলির অনুসন্ধান এবং পর্যালোচনা করার উদ্দেশ্যে সংবিধানে যে পদটি সৃষ্টি করা হয়েছে তাই ন্যায়পাল (Ombudsman) নামে পরিচিত। জনগণের যেকোনো অভিযোগ সম্পর্কে সুষ্ঠুভাবে তদন্ত কাজ পরিচালনার প্রয়োজনীয় ক্ষমতা ন্যায়পালের হাতে ন্যস্ত করা হয়েছে। কোনো মন্ত্রণালয় ও বিধিবদ্ধ সহকারি কর্তৃপক্ষের গৃহীত কার্যব্যবস্থা আইনসম্মতভাবে চলছে কিনা তা দেখার প্রয়োজনীয় ক্ষমতা ন্যায়পালের হাতে ন্যস্ত করা হয়েছে।
0 মন্তব্যসমূহ