তমদ্দুন মজলিস সম্পর্কে কি জান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ
অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ১৯৪৭ সালের ২
সেপ্টেম্বর গঠিত ৩ সদস্য বিশিষ্ট সংগঠন হলো। ‘তমদ্দুন
মজলিশ'। মূলত এ সংগঠনটির মাধ্যমেই ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর 'তমদ্দুন মজলিশ প্রকাশিত' 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু'
পুস্তিকায় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার
পেছনে জোরালো যুক্তি উপস্থাপন করা হয়েছিল।
0 মন্তব্যসমূহ