যোগানরেখা ডানদিকে ঊর্ধ্বগামী হওয়ার ৪টি কারণ

 

যোগানরেখা ডানদিকে ঊর্ধ্বগামী হওয়ার ৪টি কারণ

যোগান শব্দটি অর্থনীতিতে সবিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণত যোগান বলতে কোন দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়াকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়।

যোগানরেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয় কেন

যোগানরেখার ঢাল ধনাত্মক। আর ধনাত্মক ঢালবিশিষ্ট রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। যোগানরেখা ডানদিকে ঊর্ধ্বগামী হওয়ার পিছনে নিম্নোক্ত কারণগুলো দায়ী। যথা,

১. যোগানবিধির প্রভাব

যোগানবিধি অনুসারে আমরা জানি কোন দ্রব্যের দাম বাড়লে এর যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের মধ্যকার এ সমমুখী সম্পর্ককে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করলে তা ডানদিকে ঊর্ধ্বগামী হয়।

২. বাহ্যিক প্রভাব

দীর্ঘমেয়াদে উৎপাদন করতে গিয়ে উৎপাদকদের কিছু বাহ্যিক সমস্যার সম্মুখীন হতে হয়। এসব বাহ্যিক সমস্যার কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পায়। ফলে দাম বৃদ্ধি পায় এবং এর ফলে যোগান বাড়ে। আর তাই যোগানরেখা ডানদিকে উর্ধ্বগামী হয়।

৩. উৎপাদন খরচ

কোন দ্রব্যের উৎপাদন বাড়াতে থাকলে এর উৎপাদন খরচ বাড়তে থাকে। কারণ, স্থির খরচ উৎপাদনের এককের সাথে মিশতে থাকে এবং এর ফলে পরবর্তীতে উৎপাদনের প্রান্তিক খরচ বৃদ্ধি পায়। উৎপাদনের খরচ বাড়ার কারণে দ্রব্যের দাম বাড়ে। দাম বাড়লে উৎপাদন প্রতিষ্ঠান বেশি যোগান দেয়। ফলে এক্ষেত্রে যোগানরেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়।

৪. মুনাফার প্রত্যাশা

কোন দ্রব্যের দাম বাড়লে বিক্রেতা অধিক মুনাফার প্রত্যাশায় যোগান বৃদ্ধি করে। ফলে দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়ে। এর ফলে যোগানরেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়।

উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, যোগানরেখা ডানদিকে ঊর্ধ্বগামী হওয়ার পিছনে কারণগুলো দায়ী। তাছাড়া পণ্যের উৎপাদন কৌশল, পণ্য উৎপাদনের ক্ষেত্রে বাহ্যিক ব্যয়ের সুবিধা ও অসুবিধা, উপকরণের গতিশীলতা, উৎপাদন প্লান্টের আকার ইত্যাদি যোগানরেখার আকৃতিকে প্রভাবিত করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ