পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার (অর্থনীতির) বৈশিষ্ট্য

 

পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার (অর্থনীতির) বৈশিষ্ট্য

ধনতান্ত্রিক সমাজে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বিদ্যমান। ধনতান্ত্রিক সমাজব্যবস্থায় সম্পদের উৎপাদন, ভোগ, বণ্টনের উপর অবাধ ব্যক্তিগত স্বাধীনতা বিদ্যমান। রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়াই উৎপাদনকারী কি উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজব্যবস্থায় উৎপাদনের মূলভিত্তি হল মুনাফা। নিম্নে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করা হল।

ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য

পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এমন একটি অর্থব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি উৎপাদন, বণ্টন ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ,

. ব্যক্তিগত সম্পত্তি

পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা। অর্থব্যবস্থায় দেশের কলকারখানা, খনি, যন্ত্রপাতি, জমি প্রভৃতি উপাদানের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত থাকে। মালিক তার সম্পত্তির অবাধ ভোগ দখল হস্তান্তর করতে পারে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তি করায়ত্ত বৃদ্ধি করার ইচ্ছাই মানুষের কর্মোদ্যমের মূল উৎস।

. উদ্যোগের স্বাধীনতা

ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। সম্পদ উৎপাদনের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত থাকার কারণেই ব্যক্তি উৎপাদন ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উদ্যোগ গ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকে বলে একে স্বাধীন উদ্যোগের অর্থনীতিও বলা হয়।

. মুনাফার উদ্দেশ্যে উৎপাদন

পুঁজিবাদী অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ধারা পরিচালিত হয়। ব্যক্তিমালিকানার জন্যই প্রত্যেক উৎপাদনকারী সর্বাধিক মুনাফা লাভের আশায় উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। সর্বাধিক মুনাফা অর্জন করাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারীদের একমাত্র লক্ষ্য।

. ভোগকারীর সার্বভৌমত্ব

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোগকারীর সার্বভৌমত্ব বজায় থাকে। ভোগের ক্ষেত্রে ভোগকারীর দ্রব্য নির্বাচনে স্বাধীনতাকেই ভোগকারীর সার্বভৌমত্ব বলা হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোগকারীর চাহিদা রুচি অনুযায়ীই উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। সুতরাং, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোন কোন দ্রব্যসামগ্রী উৎপাদিত হবে এবং কতটা পরিমাণ উৎপাদন করা হবে এসবই ভোক্তাদের পছন্দমতো স্থির হয়।

. অবাধ প্রতিযোগিতা

সকল ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। প্রত্যেক উৎপাদনকারী মুনাফা বাড়ানোর জন্য এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সর্বাধুনিক উৎপাদন, কৌশল যন্ত্র প্রচলনের দ্বারা ব্যয় হ্রাসের চেষ্টা করে এবং উৎপাদন ক্ষেত্রে অপচয় রোধ করার চেষ্টা করে। এতে উৎপাদন ক্ষেত্রে নতুন উদ্ভাবন সম্ভব হয় এবং দেশ সমাজ উন্নতির দিকে অগ্রসর হয়।

. কর্মের স্বাধীনতা

পুঁজিবাদী অর্থব্যবস্থায় প্রতিটি ব্যক্তির কর্মের স্বাধীনতা রয়েছে। অর্থব্যবস্থায় শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে এবং এক পেশা থেকে অন্য পেশায় অবাধে চলাচল করতে পারে। এখানে শ্রমিকগণ শ্রমিক সংঘের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে নিজের চাকরির বর্তমান সুযোগ সুবিধা সংরক্ষণ এবং আরও অধিক সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে।

. আয়বৈষম্য

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আয় সম্পদের বণ্টনে বৈষম্য লক্ষ্য করা যায়। সম্পদের ব্যক্তিগত মালিকানা থেকেই এরূপ বৈষম্যের সৃষ্টি হয়। যার সম্পত্তির পরিমাণ বেশি তার আয়ও বেশি এবং যার সম্পত্তির পরিমাণ কম তার আয়ও কম।

. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা

ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থব্যবস্থায় ভোগকারীর চাহিদা উৎপাদনকারীদের যোগানের প্রভাবেই স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। এভাবে দাম ব্যবস্থার অদৃশ্য হস্তের মাধ্যমেই সমাজের উৎপাদন, বণ্টন ভোগ নিয়ন্ত্রিত হয়। সুতরাং, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয়ে থাকে।

উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পরিলক্ষিত হয়। তবে অর্থব্যবস্থা মূলত ব্যক্তিগত মালিকানার উপর নির্ভরশীল। ফলে যে কোন ব্যক্তি আপন ইচ্ছায় নিজের পরিচালনায় শিল্প কারখানা স্থাপন করে ব্যবসায় চালাতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ