ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়

 

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়

প্রান্তিক উপযোগ রেখা হতেই চাহিদা রেখা পাওয়া যায়। প্রান্তিক উপযোগ রেখা ডানদিকে নিগামী। অনুরূপভাবে চাহিদা রেখাও ডানদিকে নিগামী। নিম্নে চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হতে চাহিদা রেখার প্রাপ্তি দেখানো হল।

চাহিদা রেখা

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা

(1) নং চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। এখানে অর্থের প্রান্তিক উপযোগ স্থির ধরা হয়েছে। আরও ধরা হয়েছে যে, কেবল দামেরই পরিবর্তন ঘটে। লম্ব অক্ষে দ্রব্যের প্রান্তিক উপযোগ (MU) পরিমাপ করা হয়েছে। চিত্রে OX1 দ্রব্যের একক হতে ভোক্তার প্রাপ্ত প্রান্তিক উপযোগ Xia দাম OP1 পরস্পর সমান। অবস্থায় ভোক্তার প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়। এখন দাম কমে P1 থেকে P2 হলে ভারসাম্য রক্ষার্থে দ্রব্য ক্রয়ের পরিমাণ OY2 হয়। ফলে প্রান্তিক উপযোগ হয় X2b কাজেই দাম কমলে দ্রব্য ক্রয়ের পরিমাণ বাড়িয়ে প্রান্তিক উপযোগ কমানো হয়, যাতে ভোক্তা আবার ভারসাম্য লাভ করতে পারে। অর্থাৎ দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। বক্তব্যটি চাহিদা বিধির সাথে সম্পর্কিত। আর চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশই চাহিদা রেখা। চিত্রের (2)নং অংশে তা দেখানো হয়েছে। এখানে MUx এর সাথে সম্পর্কযুক্ত চাহিদা রেখা DD দেখানো হয়েছে। চিত্রে P1 দামে চাহিদার পরিমাণ OX1 এবং P2 দামে চাহিদার পরিমাণ OX2 । MUx রেখার a b বিন্দুর সাথে সম্পর্কযুক্ত e f বিন্দু যোগ করে DD চাহিদা রেখা পাওয়া যায়। MUx রেখা ডানদিকে নিগামী, তাই চাহিদা রেখাও ডানদিকে নিগামী। কাজেই চাহিদা রেখা ডানদিকে নিগামী হওয়ার পিছনে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রভাব অনস্বীকার্য।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, দ্রব্যের দাম এবং প্রান্তিক উপযোগ সরাসরি সম্পর্কিত হওয়ার কারণে দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়। সুতরাং চাহিদা দামের বিপরীত সম্পর্ক অর্থাৎ চাহিদা বিধির কার্যকারিতার পিছনে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিই মূলত দায়ী এবং প্রান্তিক উপযোগ রেখা হতেই চাহিদা রেখা পাওয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ