সমাজকর্ম ও মনোবিজ্ঞানের পার্থক্য
সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। অন্যদিকে,
মনোবিজ্ঞান বহুলাংশে মৌলিক বিজ্ঞানের অন্তর্গত। এতদ্সত্ত্বেও জীবনের সামগ্রিক উন্নয়নে
বৈষম্য দূরীকরণ, সামাজিক সংহতি ও ঐক্য বজায় রাখতে এবং মানুষের পারস্পরিক সামাজিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করার জন্য, সমাজকর্মীদের
মনোবিজ্ঞান ও এর বিভিন্ন শাখার জ্ঞানার্জন করতে হয়। নিম্নে সমাজকর্ম ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক তুলে ধরা হলো।
১. লক্ষ্যগত
সমাজকর্ম মানবীয় আচরণ ও ক্রিয়াপ্রতিক্রিয়া সম্পর্কিত
জ্ঞানকে মানবকল্যাণে প্রয়োগ করে। অন্যদিকে, মনোবিজ্ঞান মানবিক আচরণ ও ক্রিয়াপ্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান দান করে
এবং সমাজকর্মের ব্যবহার উপযোগী তত্ত্ব প্রদান করে।
২. পরিধিপত
সমাজকর্ম মানুষ ও তার সামগ্রিক কল্যাণ নিয়ে কাজ করে।
অন্যদিকে, মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ নিয়ে কাজ করে । এদিক থেকে সমাজকর্মের পরিধি মনোবিজ্ঞানের
চেয়ে অপেক্ষাকৃত বেশি ব্যাপক।
৩. নিয়ন্ত্রণ
সমাজকর্মে নিয়ন্ত্রিত পরিবেশে গবেষণা করার সুযোগ
নেই। কিন্তু মনোবিজ্ঞানে সে রকম সুযোগ সুবিধা রয়েছে।
0 মন্তব্যসমূহ