সুদের হার শূন্য হয় না কেন | সুদের হার কি শূন্য হতে পারে

 

সুদের হার শূন্য হয় না কেন | সুদের হার কি শূন্য হতে পারে

সুদের হার শূন্য হয় না কেন

তাত্ত্বিক বিচারে মূলধনের যোগান তার চাহিদা অপেক্ষা বেশি এবং মূলধনের প্রান্তিক উৎপাদন শূন্য হতে পারে। ফলে সুদের হারও শূন্যে নেমে আসতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে মূলধনের প্রান্তিক উৎপাদন ক্ষমতা কোনদিনই শূন্যে নেমে আসতে পারে না। কারণ বর্তমান জগৎ সদা পরিবর্তনশীল। পৃথিবীতে লোকসংখ্যা সবসময় বৃদ্ধি পাচ্ছে এবং লোকসংখ্যা বৃদ্ধির সাথে দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এরূপ সমাজে মানুষের অভাব কখনও পরিপূর্ণভাবে মেটানো সম্ভব নয়। তাই সবসময় মূলধনের যোগান চাহিদার তুলনায় কম থাকবে। সেজন্য মূলধনের প্রান্তিক উৎপাদন কখনও শূন্যে নামতে পারবে না। অতএব, সুদের হারও শূন্যে নামবে না।

মূলধনের যোগানের দিক বিচার করলেও একই সিদ্ধান্তে পৌঁছানো যায়। মূলধনের সুদের হার শূন্য হলেও কিছু লোক সঞ্চয় করে মূলধন গঠনে সহায়তা করবে। তবে তাদের সংখ্যা খুবই কম এবং সঞ্চিত অর্থ মূলধনের মোট চাহিদার তুলনায় অনেক কম। তাই অধিক সংখ্যক লোককে সঞ্চয়ে প্রলুব্ধ করতে হবে। এক্ষেত্রে মূলধন গঠনের হার বৃদ্ধি করতে হলে সঞ্চয়কারীকে সুদ দিতে হবে। অধিকন্তু সুদের হার শূন্য হলে লোক ঋণদান না করে বরং নিজেদের নিকট নগদ অর্থ রেখে দিতে চাইবে। সেজন্য লোককে সঞ্চয় করতে এবং সঞ্চিত অর্থ ঋণ দিতে প্রলুব্ধকরণে কিছু সুদ অবশ্যই দিতে হবে। অতএব, এটি নিঃসন্দেহে বলা যায় যে, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে সুদের হার শূন্যে নামতে পারে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ