কোষীয় অঙ্গাণু কাকে বলে | কোষ অঙ্গাণু কি কি

 

কোষীয় অঙ্গাণু কাকে বলে | কোষ অঙ্গাণু কি কি

কোষীয় অঙ্গাণু কাকে বলে

কোষের অভ্যন্তরে অবস্থিত সুনির্দিষ্ট আকার, আকৃতির ও কাজ বিশিষ্ট সজীব বস্তুগুলিকে কোষীয় অঙ্গাণু বলে। কোষীয় অঙ্গাণু পর্দা দ্বারা আবৃত থাকে আবার কতক অঙ্গাণু পর্দা আবৃত থাকে না।

কোষীয় অঙ্গাণুর কত প্রকার এবং কোষ অঙ্গাণু কি কি

উল্লিখিত তথ্যের ভিত্তিতে কোষীয় অঙ্গাণুকে পর্দা আবদ্ধ ও পদবিহীন এ দুটো ভাগে ভাগ করা যায়।
১. পর্দা আবদ্ধ কোষীয় অঙ্গাণু (Membrane bound organellies) : যে সমস্ত কোষীয় অঙ্গাণু পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে তাদেরকে পর্দা আবদ্ধ অঙ্গাণু বলে। উদাহরণ- মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, ভ্যাকুওল, পারঅক্সিসোম ও ভেসিকল পর্দা আবদ্ধ অঙ্গাণু।

২. পর্দাবিহীন অঙ্গাণু (Membrane less organellies) : যেসব কোষীয় অঙ্গাণু পর্দা দ্বারা পরিবেষ্টিত নয়, তাদের পর্দাবিহীন অঙ্গাণু বলে। উদাহরণ- রাইবোসোম, সেন্ট্রিওল, প্রোটিয়োসোম, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমেডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিবিউল পর্দা বিহীন অঙ্গাণু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ