ভেসিকল কি এবং কাকে বলে
সাইটোপ্লাজমে সৃষ্ট ও একটি আবরণে পরিবেষ্টিত ক্ষুদ্র অঙ্গাণুকে ভেসিকল বলে। গঠনগত দিক থেকে ভেসিকলের আবরণটি প্লাজমাপর্দার বহিঃস্তরের অনুরূপ।ভেসিকল এর কাজ
- ১. শক্তি উৎপাদনের জন্য ভেসিকল খাদ্য বস্তু ধারণ করে।
- ২. বিভিন্ন ধরনের এনজাইম এর মধ্যে সঞ্চিত থাকে।
- ৩. বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার স্থান হিসেবে কাজ করে।
0 মন্তব্যসমূহ