মজুরি কি
শ্রম শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ মানবীয় উপাদান আর মানবীয় উপাদান বলে শ্রম অন্য যে কোন উপাদান অপেক্ষা গুরুত্বের দাবি রাখে। শ্রমিক শ্রমবাজারে শ্রম সরবরাহ করে কিছু প্রাপ্তির আশায়। আর এ প্রাপ্তিই হচ্ছে মজুরি।
একটি নির্দিষ্ট সময়ে
শ্রমবাজারে শ্রমিক তার শ্রম বিক্রয়ের মাধ্যমে যে পরিমাণ অর্থ পায় তাকে শ্রমিকের মজুরি বলা হয়। এ মজুরি হচ্ছে আর্থিক
মজুরি (Money wages)। এ প্রাপ্ত আর্থিক মজুরির বিনিময়ে বাজারে প্রচলিত মূল্যস্তরে শ্রমিক যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করতে
সমর্থ হয় তাকে শ্রমিকের প্রকৃত মজুরি (Real wages) বলা হয়। শ্রমিকের আর্থিক মজুরিকে প্রচলিত মূল্যস্তর দিয়ে ভাগ
করলে প্রকৃত মজুরি পাওয়া যায়। সুতরাং মজুরি হচ্ছে তাই, যা শ্রমিক তার শ্রম বিক্রয়ের বিনিময়ে পেয়ে থাকে।
0 মন্তব্যসমূহ