একাইনোডার্মাটা পর্ব কি
পর্ব- একাইনোডার্মাটা (Echinodermata) [Gr. echinus = spiny (কণ্টকাবৃত)
+ derma = skin (ত্বক)]
একাইনোডার্মাটা (Echinodermata) শব্দটি দুটি গ্রীক শব্দের সমন্বয়ে
গঠিত। গ্রীক শব্দ echinus অর্থ spiny বা কণ্টক আবৃত এবং derma skin বা ত্বক। পর্বের নামকরণ থেকে বোঝা যায় যে, এই পর্বভুক্ত
সমস্ত প্রাণীদের দেহত্বক কণ্টক আবৃত থাকে। চূর্ণকময় কণ্টক থাকায় এদের ত্বক কর্কশ ও কঠিন হয়। সম্পূর্ণরূপে সামুদ্রিক
এই পর্বের প্রাণীরা সমুদ্রের বিভিন্ন গভীরতায় বাস করে। এই পর্বের সনাক্তকৃত প্রজাতি সংখ্যা বর্তমান সময় পর্যন্ত
প্রায় ১৩০০০ (Barnes et al-২০০৪) ।
একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য
- স্বাধীন সঞ্চালনশীল বা নিশ্চল জীবন যাপন করে।
- দেহ তিন কোষ স্তরীয় এবং প্রকৃত সিলোম যুক্ত।
- পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় বা অরীয় প্রতিসম হলেও লার্ভা দশা দ্বি-পার্শ্বীয় প্রতিসম
- দেহত্বকে ক্যালসিয়াম গঠিত অসিকেল এবং স্পাইন বা কণ্টক বিদ্যমান।
- অখণ্ডায়িত দেহ মস্তক ও মস্তিষ্কবিহীন।
- দেহকে মৌখিক এবং পরামুখ তলে ভাগ করা হয়।
- দেহে সংবহনতন্ত্র, রেচনতন্ত্র ও প্রকৃত শ্বসনতন্ত্র অনুপস্থিত। এর পরিবর্তে পানি সংবহনতন্ত্র ও হিমালতন্ত্র বিদ্যমান।
- পরিপাক নালী প্যাচানো এবং পায়ুছিদ্র পরামুখ তলে অবস্থান করে।
- বৈশিষ্ট্যপূর্ণ নালীপদের সাহায্যে চলন, খাদ্যগ্রহণ এবং সংবেদ গ্রহণ সম্পন্ন হয়।
- প্যাপুলি, মৌখিক ফুলকা বা শ্বাস বৃক্ষের সাহায্যে শ্বসন সম্পন্ন হয়।
- স্নায়ুতন্ত্র এবং সংবেদী অঙ্গ অনুন্নত প্রকৃতির।
- একলিঙ্গ প্রাণী হলেও যৌন দ্বিরূপতা অনুপস্থিত।
- প্রধানত যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে।
- নিষেক বাহ্যিক এবং জীবনচক্রে বিভিন্ন প্রকার লার্ভা দশার সৃষ্টি হয়।
একাইনোডার্মাটা পর্বের উদাহরণ
উদাহরণ- Asterias, Thyone, Echinus, Cucumaria.
0 মন্তব্যসমূহ