পর্ব- Cnidaria [Gr. knide = neetle (কাঁটা) +
aria = connected (সংযুক্ত)]
প্রথম প্রকৃত Metazoa হিসাবে নিডারিয়া (Cnidaria)
পর্বকে উল্লেখ করা যায়। কারণ— বহুকোষী প্রাণীর বৈশিষ্ট্য এদের মধ্যে দৃশ্যমান হয়। এই পর্বের প্রাণীদের সাধারণভাবে “Stinging
Animal" নামে অভিহিত করা হয়। সর্বপ্রথম Coelenterata নামে উল্লেখ করা হলেও 1888 সালে Hatschek পর্বটিকে
নিডারিয়া এই পর্বটিকে নামকরণ করেন। এই পর্বের প্রজাতি সংখ্যা প্রায় ১০,০০০ যার মধ্যে স্বাদুপানির প্রজাতি সংখ্যা
মাত্র ২০টি।
নিডারিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্যসমূহ
- সব প্রজাতি জলচর এবং অধিকাংশ ক্ষেত্রে সামুদ্রিক।
- একক বা দলবদ্ধভাবে কলোনী গঠনের মাধ্যমে মুক্তজীবী বা নিশ্চল জীবন যাপন করে।
- দ্বি-কোষ স্তরীয় দেহের বহিঃত্বক ও অন্তঃত্বকের মাঝে অকোষীয় মেসোগ্লিয়া অবস্থান করে।
- দেহ অরীয় বা দ্বিঅরীয়ভাবে প্রতিসম।
- দেহ মধ্যে Coelenteron নামক নলাকার গহ্বর বিদ্যমান।
- দুই ধরনের দৈহিক আকার যথা- পলিপ ও মেডুসা দৃশ্যমান হয়।
- কিছু কিছু প্রজাতির জীবনচক্রে বহুরূপতা বিদ্যমান।
- মস্তক ও দৈহিক খণ্ডায়ন অনুপস্থিত।
- অগ্রপ্রান্তে মুখছিদ্রকে ঘিরে লম্বা ও নমনীয় কর্ষিকা অবস্থান করে।
- বহিঃত্বকে নেমাটোসিস্ট সমন্বিত নিডোব্লাস্ট কোষ বিদ্যমান।
- দেহে মুখছিদ্র থাকলেও পায়ুছিদ্র অনুপস্থিত।
- শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র এবং রেচনতন্ত্র অনুপস্থিত।
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অনুপস্থিত। স্নায়ুকোষের সমন্বয়ে আদিম প্রকৃতির স্নায়ুজালক দৃশ্যমান হয়।
- চক্ষু বিন্দু বা স্ট্যাটোসিস্ট সংবেদী অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়।
- যৌন বা অযৌন অথবা উভয় প্রকার প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে।
- জীবনচক্রে জনুঃক্রমের পরিবর্তে মেটাজেনেসিস দৃশ্যমান হয়।
নিডারিয়া পর্বের প্রাণীদের নাম এবং উদাহরণ
উদাহরণ- Hydra, Obelia, Adamsia, Aurelia.
0 মন্তব্যসমূহ