পর্ব – (প্লাটিহেলমিনথিস) Platyhelminthes
[Gr. Platys = flat (চ্যাপ্টা) + helminthes = worms (কৃমি)]
প্লাটিহেলমিনথিস পর্বের
প্রাণীরা সাধারণভাবে "Flat worms” বা চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। দুটি গ্রীক
শব্দ Platys = flat বা চ্যাপ্টা এবং helminthes = worms বা কৃমি থেকে পর্বটির নামকরণ করা হয়। এই পর্বের
অধিকাংশ কৃমি অন্তঃপরজীবী এবং এরা আকারে
আণুবীক্ষণিক থেকে শুরু করে ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। প্রায় ২০,০০০
প্রজাতি এই পর্বটির অন্তর্ভুক্ত।
প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যসমূহ
- মুক্তজীবী, পরজীবী বা সহবাসী হিসাবে বাস করে।
- দেহ ত্রিকোষস্তর বিশিষ্ট, দ্বি-পর্শ্বীয় প্রতিসম এবং অঙ্কীয়— পৃষ্ঠীয়ভাবে চ্যাপ্টা।
- দেহ সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকেল আবৃত ।
- দেহে উন্নত প্রকৃতির পেশীস্তর বিদ্যমান।
- প্রকৃত সিলোম অনুপস্থিত।
- পরজীবী প্রাণীদেহে হুক, চোষক, স্পাইন প্রভৃতি আসঞ্জন অঙ্গ বিদ্যমান।
- পরিপাক তন্ত্র অনুন্নত এবং পায়ুছিদ্রবিহীন।
- চিত্র: Platyhelminthes পর্বের নমুনা প্রাণী
- দেহে সংবহন তন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত।
- শিখাকোষ যুক্ত প্রোটোনেফ্রিডিয়ার সাহায্যে রেচনক্রিয়া সম্পন্ন হয়।
- স্নায়ুতন্ত্র আদিম প্রকৃতির। স্নায়ুগ্রন্থি, স্নায়ুরজ্জু এবং অনুপ্রস্থ স্নায়ুযোজক স্নায়ুতন্ত্র গঠন করে।
- চক্ষুবিন্দু সংবেদী অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়।
- অধিকাংশ প্রজাতি উভলিঙ্গ।
- যৌন ও অযৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে।
- নিষেক অভ্যন্তরীণ। বর্ধন প্রত্যক্ষ বা পরোক্ষ।
প্লাটিহেলমিনথিস পর্বের উদাহরণ
উদাহরণ- Planaria, Taenia,
Fasciola.
0 মন্তব্যসমূহ