পরিফেরা পর্ব কি
পর্ব- Porifera [Lt. Porus =
Pore (ছিদ্র) + ferre = bearer ( বহনকারী)]
প্রাণী বিবর্তনের প্রথম ধাপ
হিসাবে পরিফেরা (Porifera) পর্বের প্রাণীদের বিবেচনা করা হয়। বহুকোষী প্রাণী হলেও
এদের জৈবিক প্রক্রিয়াসমূহ অঙ্গ
বা তন্ত্রের মাধ্যমে সম্পন্ন না হয়ে কোষের মাধ্যমে সম্পন্ন হওয়ায় বিজ্ঞানীরা
এই পর্বের প্রাণীদের Parazoa হিসেবে চিহ্নিত করেছেন। ল্যাটিন শব্দ Porous =
ছিদ্র এবং ferre = বহন করা থেকে পর্বটির
নামকরণ করা হয়েছে। এই পর্বের প্রজাতি সংখ্যা
প্রায় ৮,০০০টি।
পরিফেরা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যসমূহ
- একক বা দলবদ্ধভাবে কলোনী গঠনের মাধ্যমে জলজ বস্তুর সাথে সংযুক্ত অবস্থায় নিশ্চল জীবন যাপন করে।
- দেহের কোষগুলি দুটি স্তরে সজ্জিত থাকে। স্তর দুটির মাঝে কোষ সমৃদ্ধ মেসেনকাইমের স্তর থাকে।
- দেহ অরীয় প্রতিসম বা অপ্রতিসম এবং সিলোমবিহীন।
- দেহত্বক অসংখ্য সূক্ষ্ম ছিদ্রযুক্ত। ছিদ্রগুলিকে Ostia (একবচনে Ostium) বলা হয় ।
- দেহে বিদ্যমান কোষসমূহ কোন অঙ্গ বা কলা গঠন করে না।
- চুন বা বালি নির্মিত Spicule এবং Spongin তন্ত্রর সমন্বয়ে অন্তঃকঙ্কাল গঠিত হয়।
- নালিকা এবং সংযোগকারী ছিদ্রের সমন্বয়ে গঠিত নালীতন্ত্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ জৈবিক ক্রিয়াসমূহ সম্পন্ন হয়।
- দেহে অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়।
- দেহে স্নায়ুকোষ বা সংবেদী কোষ অনুপস্থিত।
- একলিঙ্গ বা উভলিঙ্গ প্রাণী।
- অযৌন প্রজনন গ্যামিউল সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হয়।
- নিষেক অভ্যন্তরীণ। বর্ধন পরোক্ষ।
- জীবনচক্রে স্বাধীন সঞ্চালনশীল সিলিয়াযুক্ত লার্ভা দশার সৃষ্টি হয়।
পরিফেরা পর্বের উদাহরণ
উদাহরণ- Leucosolenia, Scypha, Chalina, Euspongia.
0 মন্তব্যসমূহ