(CS) সি. এস. খতিয়ান বা সি. এস. জরিপ কি

 

সি. এস. খতিয়ান বা সি. এস. জরিপ

(CS) সি. এস. খতিয়ান বা সি. এস. জরিপ কি

বাংলাদেশে প্রথম বারের মত ব্রিটিশ সরকার প্রণয়িত সার্ভে আইন ১৮৭৫ এবং ১৮৮৫ সালের B.T. Act এর শাস্ত্রবিহিত নিয়ম অনুযায়ী জমিদারের জমিদারী এলাকায় প্রত্যেক চাষিদের রায়তের বিবরনী তৈরি করার জন্য একটি ম্যাপ রেকর্ড আকারে সংরক্ষণের  জন্য স্বত্বলিপি প্রণয়ন করা হয়, যা সি. এস. খতিয়ান (জরিপ) নামে পরিচিতি লাভ করে। সি. এস. খতিয়ান নিয়ে কয়েকটি সংক্ষিপ্ত তথ্য।

  • সি. এস. খতিয়ানকে সি. এস. রেকর্ড  অব রাইট (C.S. Record of Right) বলা হয়ে থাকে।
  • সি. এস. খতিয়ানে রায়তের কোথায়, কি পরিমাণ এবং কোন ধরণের শ্রেনীর ভোগ  আওতাভুক্ত রয়েছে তা রেকর্ড করা হয়েছে।
  • সি. এস. খতিয়ান বা সি. এস. জরিপ এর পূর্ণ নাম হচ্ছে, 'ক্যাডাষ্ট্রাল সার্ভে অপারেশন' (Cadestral Survery Operation)।
  • এই খতিয়ান বা জরিপ ১৮৮৮ সালে কক্সবাজার অঞ্চল থেকে শুরু হয়ে দিনাজপুরে শেষ হয়।
  • সি. এস. খতিয়ান Plot to Plot Survey পদ্ধতি অনুসরণ করে বলে, এটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা লাভ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ