রেচন কি
বিপাকীয় কাজের ফলে উৎপন্ন অপ্রয়োজনীয়, অতিরিক্ত ও
দূষিত পদার্থ যে শারীরবৃত্তীয় পদ্ধতিতে দেহ থেকে দ্রুত ও নিয়মিত হারে অপসারিত
হয়, তাকে রেচন বলে।
রেচন তন্ত্র কি
প্রাণীদেহের রেচনে সাহায্যকারী অঙ্গগুলো মিলিত হয়ে
যে তন্ত্র গঠন করে তাকে রেচন তন্ত্র বলে।
মূত্র কি
নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের জলীয় দ্রবণকে মূত্র
বলে।
আমিষ জাতীয় খাদ্য এনজাইম অ্যামাইনো এসিড
ডিঅ্যামাইলেজ
এনজাইম
↓
অ্যামাইনো গ্রুপ(-NH2)
↓
(i) অ্যামোনিয়া
(ii) ইউরিয়া
(iii) ইউরিক এসিড
0 মন্তব্যসমূহ