হরমোন কি এবং কাকে বলে | হরমোনের ধর্ম অথবা বৈশিষ্ট্য কি কি

 

হরমোন কি এবং কাকে বলে | হরমোনের ধর্ম অথবা বৈশিষ্ট্য

হরমোন কি এবং কাকে বলে

অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসকে হরমোন বলে। প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে জৈব রাসায়নিক পদার্থ রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে উৎপত্তিস্থল থেকে দেহের দূরবর্তী স্থানে পৌঁছে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্যাবলি সম্পন্ন করে এবং ক্রিয়া শেষে নিজে নিঃশেষ হয়ে যায়, তাকে হরমোন বলে। হরমোনের প্রভাব মন্থর, ক্রমান্বয়িক এবং সুদূরপ্রসারী।

হরমোন নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম বা বেশি পরিমাণে নিঃসৃত হলে শরীরে স্বাভাবিক কার্যাদির ব্যাঘাত ঘটে এবং নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। বর্তমানে মানবদেহে ৫০টির অধিক হরমোনের সন্ধান পাওয়া গেছে।

হরমোনের ধর্ম অথবা বৈশিষ্ট্য (Properties or characteristics of Hormone)

  • ১। হরমোন প্রোটিন ধর্মী জৈব রাসায়নিক পদার্থ। রাসায়নিক দিক থেকে এরা চারভাগে বিভক্ত। যথাপলি পেপটাইড, গ্লাইকোপ্রোটিন, অ্যামাইন স্টেরয়েড।
  • ২। নির্দিষ্ট গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী কোন নির্দিষ্ট অঙ্গ বা কোষকে উদ্দীপিত করে। যার ফলে হরমোনকে রাসায়নিক দূত বলে।
  • ৩। হরমোন পানিতে দ্রবনীয় হওয়ায় অতি সহজে রক্ত স্রোতের মাধ্যমে পরিবাহিত হয়।
  • ৪। হরমোন যে গ্রন্থি থেকে উৎপন্ন হয় সে গ্রন্থিতে সঞ্চিত থাকে এবং প্রয়োজনমত নিঃসৃত হয়। কাজ শেষে হরমোন নিষ্ক্রিয় বিনষ্ট হয়ে যায়।
  • ৫। অল্প মাত্রায় অল্প ঘনত্বে কার্যকর। শুধুমাত্র কয়েক অণু হরমোন টার্গেট কোষে চমকপ্রদ প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম।
  • ৬। হরমোনের কাজের উপর ভিটামিনের কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল।
  •  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ