ইফতারের মাসয়ালা
- ১। ইফতারের সময়ের কিছু পূর্বে ইফতারী লইয়া বসিয়া নির্দিষ্ট সময়ের অপেক্ষা করিতে থাকা ছওয়াবের কাজ।
- ২। সূর্যাস্ত যাইবার সঙ্গে সঙ্গে ইফতার করা উচিত। দেরী করা মাকরূহ।
- ৩। অবশ্য যখন মনে বদ্ধমূল ধারণা হইবে যে, সূর্য ডুবিয়াছে তখনই ইফতার করিবে।
- ৪ । আকাশে মেঘ থাকিলে একটু দেরী করিয়া ইফতার করা উচিত।
- ৫। মেঘের আকাশে সূর্য ডুবিয়াছে মনে করিয়া ইফতার করিবার পর সূর্য অস্ত গেলে ঐ রোযার কাজা আদায় করিতে হইবে।
- ৬। ইফতার করিবার সময় মুখে ইফতারীর দোয়া পাঠ করা মোস্তাহাব ।
- ৭। অন্য লোকের ইফতার করান বহুত ছওয়াবের কাজ ।
ছেহেরীর মাসয়ালা
- ১। ছেহেরী খাওয়া সুন্নতে যায়েদাহ। ছেহেরী না খাইলে রোযার কোন ক্ষতির কারণ নাই ।
- ২। তবে উত্তম ব্যবস্থা হইল কিছু না কিছু ছেহেরী খাওয়া অন্ততঃ এক গ্লাস পানি এবং দুই
- একটি ফলফলাদি দ্বারা হইলেও ছেহেরী খাইবে ।
- ৩। রাত্রিবেলা ছেহেরী খাইবার পরে যদি দেখা যায় উহা রাত্রি ছিল না বরং দিনে ছেহেরী খাওয়া হইয়া গেছে সে একজন রোযাদারের মত ঐদিন পানাহার ছাড়াই কাটাইয়া দিবে এবং রমযানের পরে উহার কাজা আদায় করিবে।
- ৪। ছেহেরী ভোরে খাওয়া হইল নাকি বারবার মনের মধ্যে এইরূপ সন্দেহ হইতে থাকিলে কিন্তু কার্যতঃ সেইরূপ কোন প্রমাণ দেখা না গেলে কাজা করিতে হইবে না ।
0 মন্তব্যসমূহ