যে সব কারণে রোযা ভঙ্গ হয় | ১৮টি কারণসমূহ | যে সব কারণে রোযা ভঙ্গ করা জায়েয

 

যে সব কারণে রোযা ভঙ্গ হয় | যে সব কারণে রোযা ভঙ্গ করা জায়েয

যে সব কারণে রোযা ভঙ্গ করা জায়েয

নিম্নেলিখিত কারণে রোযা ভঙ্গ করা জায়েয,
  • ১। মুসাফির ব্যক্তির সফর অবস্থায়।
  • ২। পীড়িত ব্যক্তির পীড়া বৃদ্ধি আশংকায়  
  • ৩। গর্ভবতী স্ত্রীলোকের গর্ভস্থ সন্তানের ক্ষতি হইবার আশংকায়
  • কেউ জোর করে সঙ্গম করালে
  • নাসিকায়, কানে কিংবা মাথায় ঔষধ দেয়ার ফলে তার তেজ বা ঝাজ মগজে পৌঁছলে
  • ৬। পেটে যখমে ঔষধ দেয়ায় তার প্রতিক্রিয়া পেটের ভিতরে প্রবেশ করলে
  • গুহ্যদ্বারে পিচকিরি দিলে
  • ৮। মুখ ভরে বমি হলে
  • ভুল বসতঃ কিছু আহার করে রোযা নষ্ট হয়েছে বিবেচনায় ভক্ষণ করলে
  • ১০। সূর্যাস্ত হয়েছে বিবেচনায় ইফতার করলে
  • ১১ অচৈতন্য অবস্থায় সঙ্গম করলে
  • ১২ শাহাওয়াতের সাথে স্ত্রীকে চুম্বন করায় বীর্যপাত হলে
  • ১৩ দাঁত হতে বুট বা তদপেক্ষা বড় কোন জিনিস বের করে গিলে ফেললে।
  • ১৪ নাকের ভিতরে নস্যি টেনে নিলে
  • ১৫ মহিলাদের হায়েয-নিফাস হলে
  • ১৬। থুথুর সাথে অর্ধেকের বেশি রক্ত গিলে ফেললে
  • ১৭ রাত আছে মনে করে সুবহে সাদেকের পরে সেহেরী খেলে
  • ১৮ স্পর্শন বা মর্দন ইত্যাদি কারণে অনিচ্ছা সত্ত্বেও মনি নির্গত হলে ইত্যাদি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ